Share with your friends
shariyetpur

Call

SQL একটি ডাটাবেইজ কোয়ারী ল্যাংগুয়েজ । এটা কোন ডাটাবেজ সারভার থেকে ডাটা মেনুপুলেট করার জন্য ব্যবহার করা হয় । তথ্য ঘুচিয়ে রাখার জন্য এখানে সারনি তৈরী করা হয় যাকে টেবিল বলে তারপর সারি কলামে তথ্য সাজিয়ে রাখা হয় যাকে ফিল্ড বলে । যেমন একটা কমান্ড হচ্ছ . select Karim from mirpur; এখানে মিরপুরের করিম নামের যারা যারা আছে তাদের দেখতে পাব । ধরুন তাদের বয়স , লিঙ্গ ইত্যাদি । এখানে ডাটাবেইজে mirpur নামে একটি টেবিল আছে আর তাতে বিভিন্ন লোকের তথ্য আছে । এই সকল টেবিল আর ফিল্ড আপনাকে তৈরী করতে হবে কমান্ড দিয়ে । তারপর তাতে তথ্য রাখবেন অন্য কমান্ড দিয়ে । এবং উপরের কমান্ডটির মত কমান্ড দিয়ে তা দেখবেন।

Talk Doctor Online in Bissoy App