শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্যাটেলাইট মাইক্রোওয়েভ ট্রান্সমিশন এর মাধ্যেমে অনেক দূর থেকে ডাটা কমিউনিকেশন গড়ে তোলা যায়, এক্ষেত্রে সিগন্যাল পাঠানোর জন্য ভূপৃষ্ঠে স্যাটেলাইট ডিস এবং শূন্যে স্যাটেলাইট ব্যাবহার করা হয়। শূন্যের স্যাটেলাইট এবং নিচের স্যাটেলাইটের মধ্যে পার্থক্য থাকে ৫০০০০ কিলোমিটার.। এ ধরনের ট্রান্সমিশন ল্যানের কোন কম্পিউটারের সিগন্যাল পাঠায় এন্টেনা বা স্যাটেলাইট ডিসের কাছে, স্যাটেলাইট ডিস সেই সিগন্যাল বীম পাঠায় পৃথীবির অক্ষে অবস্হিত সাটেলাইের নিকট। সে স্যাটেলাইট তখন ভূপৃষ্টের অন্য কোন স্যাটেলাইট ডিসের কাছে সিগন্যাল পাঠিয়ে দেয়। গন্তব্য সাটেলাইট যদি পৃথীবির অন্য প্রান্তে থাকে স্যাটেলাইট থেকে সরাসরি দেখা না যায় তাহলে ঐ স্যাটেলাইট অন্য স্যাটেলাইটের নিকট পাঠিয়ে দেয়। দ্বীতিয় স্যাটেলাইট যদি গন্তব্য স্যাটেলাইট ডিসকে দেখতে পায়, তাহলে সে সিগনাল গন্তব্যে পৌঁছে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ