কি করে bd all sim রেজিস্টেশন করা যায় sms er maddome কেউ জানলে উদাহারন সহ একটু বলুন উপকার হবে
Share with your friends

গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক ও এয়ারটেল সিম পুনঃনিবন্ধন পদ্ধতি আপনার যে নাম্বার সেই নাম্বার থেকে মেসেজ অপশন এ গিয়ে প্রথমে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখুন তারপর কমা দিয়ে জন্মসাল লিখুন এবং কমা দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে সেটা হুবহু লিখুন। মনে রাখবেন ন্যাশনাল আইডি কার্ডে জা আছে ওইটাই লিখতে হবে। জন্মসাল আইডি কার্ডেই পাবেন। উধাহরন সরূপ নিছে দেখুন। xxxxxxxxxxxxx, 25 Oct 1991, Md Manik Mia এবং মেসেজ সেন্ড করুন 1600 নাম্বার এ। এখানে xxxxxxxxxxxxx এর জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখুন। এভাবে এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা সিম নিবন্ধন করতে পারবেন। সিটিসেল সিম পুনঃনিবন্ধন পদ্ধতি সিটিসেল গ্রাহকরা মেসেজ এর আগে সুধু U যোগ করবেন। না বুঝলে নিছের দিকে খেয়াল করুন। U xxxxxxxxxxxxx, 05 aug 1994, Mosharaf hossain এবং মেসেজ সেন্ড করুন 1600 নাম্বার এ। এখানে xxxxxxxxxxxxx এর জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখুন।

Talk Doctor Online in Bissoy App