Unknown

Call

অর্থনীতিতে সম্পদ হলো, যা কিছু মানুষের অভাব পূরণ করে ও যার জোগান অপ্রতুল। এ অর্থে সকল প্রকার অর্থনৈতিক দ্রব্যকেই সম্পদ বলা যায়। তবে সম্পদ হতে হলে অবশ্যই বিনিময়মূল্য থাকতে হবে। অর্থাৎ অর্থের বিনিময়ে কেনাবেচা করা যায় এমন বস্তুগত ও অবস্তুগত দ্রব্যকে সম্পদ বলে। এখন, হস্তশিল্প রপ্তানিকারক বিদেশে তার তৈরি জিনিস বিদেশে বিক্রি করে বৈদেশিক মূদ্রা আয় করে, অর্থাৎ এর বিনিময় মূল্য রয়েছে। আবার প্রবাসী ব্যাক্তিও তার শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে তা বাংলাদেশে পাঠাচ্ছে তাই সেটাও সম্পদ, উভয় মূল্য যেহেতু বাংলাদেশেই আসছে সেহেতু এগুলো বাংলাদেশের সাপেক্ষেও সম্পদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jslijaakter

Call

যেহেতু তাদের কমের মাধ্যমে অথ উপাজন হয় এবং এতে দেশের অথ সম্পদ বৃদ্ধি পায় সেহেতু তারা দুজনই অথ নৈতিক সম্পদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ