শেয়ার করুন বন্ধুর সাথে
Call

Delivered by FeedBurner WORLD NEWS Google News Yahoo News Aljazeera BBC News CNN International Voice of America Voice of America Bangla Times of India IMPORTANT Financial Institutions Bangladesh Missions Foreign Missions Hadith Weather | পড়া হয়েছে: ১৭৪ বার | মন্তব্য 0 টি মূলপাতা » কৃষি শিল্প ও বাণিজ্য 0 0 0 0 বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল : একটি মূল্যায়ন আখতার হামিদ খান : ॥ পূর্বপ্রকাশিতের পর ॥ উৎপাদন বন্টন চুক্তি অনুযায়ী বিনিয়োগকারী প্রথম ধাপে প্রতিদিন উৎপাদিত গ্যাসের ৬০% হারে কষ্ট রিকভারী বাবদ ৯৬ মিলিয়ন ঘনফুট এবং লাভ হিসাবে ৩০.৪ মিলিয়ন ঘনফুট অর্থাৎ মোট গ্যাসের ৭৯% হারে প্রতিদিন ১২৬.৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের মালিকানা পাবে এবং ক্রয় চুক্তি অনুযায়ী ঐ গ্যাস (প্রতি হাজার ঘনফুট ২.৫০ মার্কিন ডলার) বৈদেশিক মুদ্রায় পেট্রোবাংলা কিনে নেবে। হিসাবে দেখা যায়, কষ্ট রিকভারী গ্যাসের মূল্য বাবদ প্রতিদিন ২,৪০,০০০ মার্কিন ডলার এবং বছরে প্রায় ৮৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারীকে দিতে হবে। অপরদিকে লাবের গ্যাস মূল্য বাবদ প্রতিদিন ৭৬,০০০ মার্কিন ডলার এবং বছরে প্রায় ২৮ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে। অর্থাৎ কষ্ট রিকভারী বাবদ বছরে ৮৮ মিলিয়ন মার্কিন ডলার এবং রাভ বাবদ ২৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বছরে ১১৬ মিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে বৈদেশিক মুদ্রায় বের হয়ে যাবে। এভাবে প্রায় ৩২ মাসে ৩০৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১,৪০০ কোটি টাকা) পেট্রোবাংলা তথা রাষ্ট্রকে প্রদান করতে হবে। অতঃপর কষ্ট রিকভারী শেষে দ্বিতীয় তথা চুড়ান্ত ধাপে (১০% পরিচালনা খরচ বাদে) পেট্রোবাংলার প্রাপ্য পরিমাণ ৭৫.৬ মিলিয়ন ঘনফুট এবং কেয়ার্নের প্রাপ্য ৬৮.৪ মিলিয়ন ঘনফুট। এ পর্যায়ে কেয়ার্নের অংশের গ্যাস ক্রয় বাবদ বছরে প্রায় ৬২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮০ কোটি টাকা) হারে গ্যাস উৎপাদন শেষ না হওয়া পর্যন্ত (প্রায় ১১ বছর) প্রদান করতে হবে। এবার এই খাতে বিদেশী বিনিয়োগের ফলে জাতীয় অর্থনীতিতে সূদুরপ্রসারী একটি প্রতিক্রিয়ার বিষয় বিশ্লেষিত হয়েছে। তেল ও গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও সরবরাহ সংক্রান্ত পেট্রোবাংলা তথা সরকারের দৃষ্টিভঙ্গি এবং কর্মকান্ডে প্রতীয়মান হয় যে, জাতীয় জ্বালানি নীতির সুপারিশ অনুযায়ী জাতীয় গ্যাস ক্ষেত্র সমূহ থেকে আগামী ২০০০ সাল হতে প্রতিদিন সর্বোচ্চ ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন নেয়া হবে। সরবরাহের এই মাত্রা অতিরিক্ত চাহিদার গ্যাস বিদেশী বিনিয়োগের আবিস্কৃত গ্যাস হতে মেটানো হবে। পেট্রোবাংলার প্রাক্বলন অনুযায়ী ২০০৫ সালে দেশে গ্যাসের চাহিদা থাকবে প্রতিদিন ১৮০০ মিলিয়ন ঘনফুট। ঐ সময় বিনিয়োগকারী আবিস্কৃত ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করা হবে। ধরে নেয়া যাক, উৎপাদন চুক্তি অনুযায়ী ঐ পরিমাণ গ্যাসের মধ্যে ৫০০ মিলিয়ন গ্যাস লাভ হিসাবে পাওয়া যাবে। বাকী বিনিয়োগকারীর লাভের অংশের ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস বৈদেশিক মুদ্রায় ক্রয় করতে হবে। ঐ ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আবিস্কারের ও উৎপাদন সংক্রান্ত কষ্ট রিকভারী বাবদ বিশাল অর্থ যা হতে পারে প্রায় ১ বিলিয়ন ডলার প্রদানের পরও নিরেট লাভের ধাপে প্রতি ইউনিট মাত্র ২.০০ ডলার হারে ঐ পরিমাণ গ্যাস ক্রয় বাবদ বছরে প্রায় ২২০ মিলিয়ন ডলার প্রয়োজন হবে বা সংস্থান করতে হবে। এ আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সাঙ্গু গ্যাসক্ষেত্রে গ্যাস উৎপাদন শুরুর মাস থেকে পরবর্তী ৩২ মাসে রাষ্ট্র প্রায় ৩০৯ মিলিয়ন মার্কিন ডলার প্রতিস্থাপন তথা বিনিয়োগ করবে বৈদেশিক মুদ্রায় এবং পরবর্তী প্রতিবছর ৬২ মিলিয়ন মার্কিন ডলার হবে তা অব্যাহত থাকবে পরবর্তী প্রায় ১১ বছর। বিনিময়ে পাওয়া যাবে প্রতিদিন ১৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস। অর্থাৎ দেখা যাচ্ছে যে, সাঙ্গু গ্যাস ক্ষেত্রের গ্যাস ব্যবহার দিয়েই শুরু হচ্ছে বৈদেশিক মুদ্রা তহবিলে একটা বিব্রতকর অবস্থা যা চলতে থাকবে অনন্তকাল। শুরু হল বিদেশী বিনিয়োগের নামে অকল্পনীয় আতœঘাতী রাষ্ট্রীয় বিনিয়োগ এবং দেশের গ্যাস বৈদেশিক মুদ্রায় কেনার একটা পথ চলা। উপরের বিশ্লেষণে বৈদেশিক মুদ্রা তহবিলের অবস্থা বর্ণিত হয়েছে। এবার দেখা যাক স্থানীয় মুদ্রায় সাঙ্গু গ্যাসের প্রভাব কি? পেট্রোবাংলা সাঙ্গু গ্যাস ক্রয় করে তা দেশের গ্যাস নেটওয়ার্কের মাধ্যমে বিক্রয় করবে। আলোচ্য গ্যাসের ক্রয় মূল্য প্রায় ১১৫/- টাকা প্রতি হাজার ঘনফুট এবং গ্যাসের বর্তমান স্থানীয় গড় বিক্রয় মূল্য ৫৬/- টাকা প্রতি হাজার ঘনফুট। হিসাব করে দেখা গেছে, কষ্ট রিকভারী চলাকালীন ৩২ মাসে কেয়ার্ন এর অংশের গ্যাস ১২৬.৪ মিলিয়ন ঘনফুট এবং পেট্রোবাংলা লাভের অংশ ৩৩.৬ মিলিয়ন ঘনফুট অর্থাৎ মোট ১৬০ মিলিয়ন ঘনফুট গ্যাসের স্থানীয় বিক্রয় মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা প্রতিদিন। এ ক্ষেত্রে কেয়ার্ন এনার্জীর ক্রয়কৃত (১২৬.৪ মিলিয়ন ঘনফুট) গ্যাসের মূল্য স্থানীয় মুদ্রায় প্রায় ১,৪৫,০০,০০০/- টাকা। সূত্র--- http://www.dailysangram.com/news_details.php?news_id=157757

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ