Call

দিনের বেলায় সবজ উদ্ভিদের শ্বসনে যে পরিমাণ CO₂ উৎপন্ন হয় তার প্রায় সবটাই সালােক-সংশ্লেষে ব্যবহৃত হয় বলে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ে না। কিন্তু রাতে সালােকসংশ্লেষ বন্ধ থাকায় সবুজ উদ্ভিদের শ্বসনে উৎপন্ন সমস্ত CO₂ বায়ুমণ্ডলে ফিরে আসে।(ii) সালােকসংশ্লেষে অক্ষম বলে, অসবুজ পরভােজী উদ্ভিদ এবং প্রাণীদের দিন-রাত্রি শ্বসনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়।(iii) উপরের নিয়মে জলজ উদ্ভিদ শ্বসনের ফলে জলমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ