Call

নিম্নলিখিত উপায়ে পরিবেশে প্রধানতঃ ভৌত উপায়ে কার্বন ডাই-অক্সাইড সংযােজিত হয়।(i) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ; (ii) উষ্ণ প্রস্রবণ থেকে ; (iii) কয়লা, কেরােসিন, গ্যাসােলিন ইত্যাদি খনিজ তৈল, কাঠ এবং অন্যান্য দাহ্য পদার্থের দহন থেকে ; (iv) অনেক সময় বনের বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে এবং (v) অ্যাসিডের সংস্পর্শে চুনাপাথর থেকে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড গ্যাস হতে।এছাড়া মৃত শামুক, ঝিনুক ইত্যাদির খােলক এবং কার্বোনেট-নির্মিত পরিত্যক্ত উপনিবেশের কাঠামাে অ্যাসিডেরসংস্পর্শে কার্বন ডাই-অক্সাইড মুক্ত হয়ে সেগুলি জলমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ