Unknown

Call

আপনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো টেস্টটিউব বেবি নেওয়া। এটি যায়েজ (ডাক্তারকে বলবেন যে আপনি Homogeneous পদ্ধতি ব্যবহার করবেন) এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নেই। নিঃসন্তান দম্পতিদের প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একসঙ্গে হাসপাতালে আসতে হয়। সাধারণভাবে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য দুই ঘণ্টার মতো সময় লাগে। দম্পতিদের দুজনকেই একসঙ্গে আসতে বলা হয় এ জন্য যে, দুজনের সঙ্গেই প্রাথমিকভাবে কিছু আলাপচারিতা সেরে নিতে হয় পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। প্রাথমিকভাবে অ্যাপয়েন্টমেন্ট করার আগে পুরুষের বীর্য পরীক্ষা বা সিমেন টেস্ট করা হয়ে থাকে। বীর্য পরীক্ষার দু-তিন দিন আগে দৈহিক মিলন না করাই ভালো। যোগাযোগঃ স্কয়ার ফার্টিলিটি সেন্টার, স্কয়ার হাসপাতাল লি· ১৮/এফ পশ্চিম পান্থপথ, ঢাকা। টেলিফোনঃ ৮১৫৯৪৫৭-৬৪, ফ্যাক্সঃ ৯১১৮৯২১। শেষ দিকে আবারো মনে করিয়ে দিচ্ছি, Homogeneous পদ্ধতি ব্যবহার করবেন, এ পদ্ধতিতে বাচ্চা আপনার শুক্রাণু ও আপনার স্ত্রীর ডিম্বাণু পরীক্ষা ও ডেভেলপ করে নিষেকের পর তা আপনার স্ত্রীর দেহে প্রবেশ করানো হবে। অতঃপর তিনি স্বাভাবিক ভাবেই গর্ভধারণ করবেন। আর দ্বিতীয় পদ্ধতি হলো Heterogeneous, যেখানে আপনার স্ত্রীর ডিম্বাণু ও পর পুরুষের শুক্রাণু (স্পার্ম ব্যংক থেকে) নিষেক করানো হবে। এটি হারাম এবং জিনাহ'র সমতুল্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shafaat

Call

টেস্ট টিউবের চিন্তা করার আগে প্লিজ গ্রাম্য কবিরাজের স্মরণাপন্ন হন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ