আমার মতামত দিচ্ছি--- "বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে! দিদির মত ফাঁকি দিয়ে, আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই-দিদিও নাই- কেমন মজা হবে।" স্বভাবতই ছোট বাচ্চারা পুতুল নিয়ে খেলে, পুতুলে পুতুলে বিয়ে দেয় । কবিতায় ও ছোট বাচ্চাটি পুতুলের বিয়ের কথা বলছে, তার পুতুলের বিয়েতে দিদির অনুপস্থিতির কথাই বলা হয়েছে। আর "নতুন ঘরে" শব্দটি ব্যবহার করা হয়েছে, কবিতার ছন্দ মেলানোর জন্যে। প্রকৃতপক্ষে দিদি মারা গেছে! এজন্য কবিতায় "দিদির মত ফাঁকি দিয়ে" কথাটা বলা হয়েছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাচ্চাটির পুতুল খেলার সাথী ছিলো তার কাজলা দিদি। 'নতুন ঘরে পুতুল বিয়ে হবে' হবে বলতে পুতুল খেলার কল্পিত নতুন ঘর বুঝানো হয়েছে, বাস্তবের কোনো নতুন ঘর নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ