শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

বর্তমানে পেশা হিসেবে নার্সিং বেশ জনপ্রিয়। আপনি যদি নার্সিং পড়ার জন্য মনস্থির করে থাকেন তবে আমি বলবো আপনি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। মনে রাখবেন, নার্স এবং ডাক্তারদের কখনোই কেউ অবমূল্যায়ন করে না। সুতরাং আপনি নিশ্চিন্তে নাসিং পড়তে পারেন। আমাদের দেশের প্রেক্ষিতে বিবেচনা করলে দেখা যায়, গত কয়েক বছরে দেশে হাসপাতাল সহ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনষ্টিক সেন্টারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। চিকিত্সা সেবার সাথে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানে নার্স বা সেবিকাদের চাহিদাও দিনদিন বেড়ে চলেছে। মানবসেবা করা ছাড়াও ভালো ক্যারিয়ারের সম্ভাবনা রয়েছে। এক কথায় আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনাময় খাত।দেশে সরকারি- বেসরকারি হাসপাতাল, সমাজসেবা অধিদফতর, এনজিও এমনক পর্যটন করপোরেশনেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। বিদেশে কাজ করতে চাইলে বিএসসি পাস করে সিজিএফএনএস বা কমিশন অন গ্র্যাজুয়েটস অব ফরেইন নার্সিং স্কুলসের পরীক্ষায় পাস করে কানাডাসব বিভিন্ন দেশে এই পেশায় কাজ করার সুবিধা রয়েছে। সরকারি হসপাতালগুলোতে একজন নার্স শুরুতেই ২০ হাজার টাকা বেতন পেতে পারেন। কিন্তু বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে এর পরিমাণ আরো বেশি হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ