Share with your friends
AbdulHalim

Call

http://www.mna.com.bd/press/wp-content/uploads/2015/09/Facebook-Dislike-Opton-3.jpg ডিজলাইক (dislike) অপশনটি চালুর ‘খুব কাছাকাছি’ রয়েছে ফেসবুক। ২০০৯ সালে পরীক্ষামূলকভাবে ‘লাইক’ (like) অপশনটি যুক্ত করার পর থেকে ফেসবুক ব্যবহারকারীদের একটি অংশ নিরবচ্ছিন্নভাবে ‘ডিজলাইক’ (dislike) অপশনটি যুক্ত করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। তাই এই সিদ্ধান্ত বলে জানালেন জাকারবার্গ। জাকারবার্গ বলেন, অনেক বছর ধরেই মানুষ ‘ডিজলাইক ’(dislike) অপশন চালু করতে বলছেন। তিনি সর্বসমক্ষে এই অপশন আনা হচ্ছে বলে স্পষ্ট ঘোষণা করলেন। তিনি আরো বলেন, সম্ভবত শত শত মানুষের মনে বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। আজ একটি বিশেষ দিন কারণ আজই আমি প্রকৃতপক্ষে বলতে চাইছি, আমরা এটি নিয়ে কাজ করছি এবং পরীক্ষামূলক ব্যবহারের খুব কাছাকাছি রয়েছি। জাকারবার্গ আরও বলেন, কোনো পোস্টকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সিদ্ধান্ত নেননি তিনি। তবে অনেক সময় কোনো দুঃখজনক পোস্ট এসে থাকে যা ‘লাইক (like) করা খারাপ দেখায়। সে ক্ষেত্রে নতুন এই ‘ডিজলাইক’ (dislike) অপশন ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তিনি।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

মার্ক জুকারবার্গ সরাসরি Dislike বাটনটি আনার সিদ্ধান্ত স্থগিত করেছে, তার বদলে Sorry বাটনটি আসতে পারে। কারো দুঃসংবাদ সম্পর্কিত পোস্টে আপনি লাইক বা ডিসলাইক দুটোর যেকোনোটা দিলেই কিন্তু ব্যাপারটা গোলমেলে লাগে। Sorry-ই সেখানে উপযুক্ত। তাছাড়া জুকারবার্গ বলেছেন যে ফেসবুক কোনো ফোরাম সাইট নয় যে এখানে লাইক-ডিসলাইক দিয়ে ভোটাভুটি করবে। অর্থাৎ Dislike বাটন আসছেনা, আসছে Sorry বাটন। বিস্তারিত: http://techcrunch.com/2015/09/15/the-sorry-button তর্ক পছন্দ না, তবুও এই অংশ যোগ করতে বাধ্য হলাম: মার্ক জুকারবার্: I think peoples want Dislike button for many years…today is the day where I actually get to say that we’re working on it, and are very close to shipping a test of it.” এটুকু পর্যন্ত শুনেই ডিজলাইক বাটন আসছে মনে করা স্বাভাবিক, তবে পরে কি বলছে সেটা শুনলে আসল কাহীনি বুঝতে পারবেন, “We didn’t want to just build a Dislike button because we don’t want to turn Facebook into a forum where people are voting up or down on people’s posts. That doesn’t seem like the kind of community we want to create.” “People aren’t looking for an ability to downvote other people’s posts. What they really want is to be able to express empathy. Not every moment is a good moment, right? And if you are sharing something that is sad, whether it’s something in current events like the refugee crisis that touches you or if a family member passed away, then it might not feel comfortable to Like that post.” শেষের দিকে এসে এই কথাটা বুঝুন, If I share a post about victims of a natural disaster, and you Dislike it, does that mean you Dislike that the tragedy happened? That you Dislike the victims? That you Dislike that I posted it? পুরোটা সরল ইংরেজি তাই কিছু অনুবাদের প্রয়োজনবোধ করলামনা। কোনো অংশ না বুঝলে বলবেন।

Talk Doctor Online in Bissoy App