সৃজনশীল প্রশ্নে গ এবং ঘ হচ্ছে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা । প্রয়োগের উত্তরে আপনি সর্বোচ্চ দেড় পৃষ্টা লিখতে পারেন অর্থাত্‍, ২০-২৫ লাইন। আর উচ্চতর দক্ষতার উত্তরে আপনি সর্বোচ্চ আড়াই পৃষ্টা লিখতে পারেন। অর্থাত্‍, ৩০-৪০ লাইন। বিঃ দ্রঃ তবে এর কম বা বেশীও লিখতে পারেন ।সেটা নির্ভর করবে আপনার লেখার উপর। তবে অযথা বেশী লেখার চেয়ে কম কথায় প্রশ্নানুসারে মূল পয়েন্টগুলো উল্লেখ করাই ভালো । এতে লেখার মান ঠিক থাকে এবং নাম্বারও পাওয়া যায়। আমি কিন্তু পরীক্ষায় এক থেকে দেড় পৃষ্টার বেশী কখনো লিখি নাই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ