Unknown

Call

মুখে বলা বাধ্যতামূলক নয়, আপনার যেহেতু নিয়ত (মনের ইচ্ছা) ছিলো তালাক দেয়ার এবং সেকারনে।আপনি ডিভোর্স পেপারে সাইন ও করেছেন সেহেতু অবশ্যই আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। এখন আর তার উপর আপনার বিন্দুমাত্র অধিকারও নেই।

Talk Doctor Online in Bissoy App
makahjad

Call

ইসলামী নিয়ম অনুসারে আপনার স্ত্রী তালাক হয় নাই। তলাকের নিয়ম হল, স্ত্রীর ৩ মাস মাসীক বা ইদ্ধতের সময় অপেক্ষা করে ৩ মাসে ৩ বার তালাক বলতে হবে। ১ম মাসে যে কারনে তালাক দিবেন তা সংশোদন হয়ে গেলে তার সাথে আপনি সংসার করতে পারবেন। ২য় মাসে ঐ একই নিয়ম, তবে ফিকহ্ বিদের মতে উভয়ই তওবা করতে হবে। ২ তালাকে স্ত্রী সংশোধন না হলে ৩য় মাসে তালাক দিয়ে তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এবং আর ফিরিয়ে আনা হবেনা। উল্লেখ ১ম ও ২য় মাসে উভয় একই ঘরে থাকবে তবে বিচনা পৃথক হবে। ডিবোর্জ টা আমাদের দেশীয় আইন। এখানে আরও কিছু বিষয় আছে যা উভয়ের কথা শুনে বিশ্লেষন করা দরকার। এজন্য স্হানীয় ভাল আলেমের সাথে যোগাযোগ করুন। ইসলামী আইন না যেনে উত্তর দিলে কবিরাহ গুনাহ হবে। পয়েন্ট বাড়ানোর জন্য উত্তর দিয়ে কবিরাহ গুনাহ অর্জন করার দরকার কি?

Talk Doctor Online in Bissoy App