শেয়ার করুন বন্ধুর সাথে
MHRRidoy

Call

মেঘের উপর অভিকর্ষ বল কাজ করে না এটা বললে ঠিক হবেনা!? আকাশে ভাসমান মেঘের উপরও অভিকর্ষ বল কাজ করে। কারণ,অভিকর্ষ বল কাজ করে বলেই মেঘকণা গুলো ঘনীভূত হয়ে একসময় বৃষ্টি আকারে আবার পৃথিবীতে এসে পড়ে। অভিকর্ষ বলের প্রভাব না থাকলে নিশ্চয় পৃথিবীতে এসে পড়ত না। তবে এই প্রশ্নটা এমন হতে পারত "মেঘের কণা ভেসে থাকে কেন?" পানি যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন বাষ্পের কণাগুলো থাকে অনেক হালকা। ওজনে এতই হালকা যে সামান্য বাতাসের কণার মাঝে ভর দিয়ে ভেসে থাকতে পারে। অন্যদিকে হালকা জিনিস সবসময়ই উপরের দিকে উঠতে চায় ভারী জিনিস যায় নিচে। তাই হালকা মেঘের কণা আস্তে আস্তে উপরে ওঠে যায়। পরবর্তীতে উপরে ওঠে মেঘেরা জমে জমে ভারী হলে আবার নিয়ম অনুসারে নিচে নেমে আসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ