Call

মাথা মুন্ডন করা হোক বা চুল ছোট করা হোক পুরো মাথাব্যাপী করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) সারা মাথাই মুন্ডন করেছিলেন। মাথার কিছু অংশ মুন্ডন করা বা ছোট করা আর কিছু অংশ ছেড়ে দেয়া রাসুলুল্লাহ (সা.) এর সুন্নতবিরোধী কাজ এর কারনেই ঐ সময় মাথা মুন্ডন করা হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
JAShakil

Call

এজন্যই যে আল্লাহ বলেছেন ِّﻖَﺤْﻟﺎِﺑ ﺎَﻳْﺅُّﺮﻟﺍ ُﻪَﻟﻮُﺳَﺭ ُﻪَّﻠﻟﺍ َﻕَﺪَﺻ ْﺪَﻘَﻟ ُﻪَّﻠﻟﺍ ﺀﺎَﺷ ﻥِﺇ َﻡﺍَﺮَﺤْﻟﺍ َﺪِﺠْﺴَﻤْﻟﺍ َّﻦُﻠُﺧْﺪَﺘَﻟ ﺎَﻟ َﻦﻳِﺮِّﺼَﻘُﻣَﻭ ْﻢُﻜَﺳﻭُﺅُﺭ َﻦﻴِﻘِّﻠَﺤُﻣ َﻦﻴِﻨِﻣﺁ َﻞَﻌَﺠَﻓ ﺍﻮُﻤَﻠْﻌَﺗ ْﻢَﻟ ﺎَﻣ َﻢِﻠَﻌَﻓ َﻥﻮُﻓﺎَﺨَﺗ ﺎًﺒﻳِﺮَﻗ ﺎًﺤْﺘَﻓ َﻚِﻟَﺫ ِﻥﻭُﺩ ﻦِﻣ আল্লাহ তাঁর রসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তকমুন্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায়। তোমরা কাউকে ভয় করবে না। অতঃপর তিনি জানেন যা তোমরা জান না। এছাড়াও তিনি দিয়েছেন তোমাদেরকে একটি আসন্ন বিজয়। (সূরা আল ফাতহ:27) .

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ