প্রাণী জগতের নয়টি পর্বের দুইটি পর্ব আর্থোপ্রোডা ও কর্ডাটা, আরর্থোপ্রোডা অমেরুদণ্ডী ও কর্ডাটা মেরুদন্ডী প্রাণী। এদের মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করা যায়?
শেয়ার করুন বন্ধুর সাথে
rj

Call

আর্থ্রোপোড:- ১.এটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। ২.পৃথিবীর প্রায় সব জায়গায় এরা বাস করতে সক্ষম। ৩.এরা অনেকেই ডানার সাহায্যে উড়তে পারে। ৪.দেহ বিভিন্ন অন্চলে ভিবক্ত। ৫.মাথায় এক জোড়া পুন্ঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে। ৬.নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণি দ্বারা আবৃত। যেমন:প্রজাপতি,চিংড়ি,আরশোলা,কাঁকড়া। কর্ডাটা:- ১.নটোকর্ড হলো একটা নরম নমনীয়,দন্ডাকার দৃঢ় আখন্ডায়িত অঙ্গ। ২.এই পর্বের প্রানীরা সারা জীবন অথবা ভ্রুন অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড আবস্থান করে। 3.পৃষ্ঠদেশে একক,ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। যেমন.মানুষ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আর্থ্রোপোডা ও কর্ডাটা'র মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে- আথ্রোপোডার মেরুদন্ড বা শিড়দাড়া নেই। আর কর্ডাটা প্রাণীর মেরুদন্ড বা শিড়দাড়া আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ