এন্ড্রোয়েড মোবাইল দিয়ে Games খেললে সেটের কোনো ক্ষতি হয়?
Share with your friends
Unknown

Call

র‍্যামের উপর চাপ পড়ে এরুপ হাই কোয়ালিটির গেম খেললে ক্ষতি বেশী হয়। ব্যাটারি ড্যামেজ, মোবাইল গরম হয়ে যাওয়া, স্ক্রিনে দাগ পড়া, টাচ সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তবে এসবই মাত্রারিক্ত গেম খেললে দেখা যাবে। অল্পস্বল্প বা পরিমিত অথবা নরমাল গেম খেললে কোনো ক্ষতি নেই।

Talk Doctor Online in Bissoy App

যতক্ষন গেমটি র্যাম দখল করবে ততক্ষণ ফোন স্লো থাকবে।তবে কোনো সমস্যা হবেনা।আপনি গেম খেলার পর সেট একবার রিবুট দিন। আবার ফাস্ট হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App