শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

সমস্যা আছে তবে সবার ক্ষেত্রে নয় এবং এটা খুব কমই দেখা যায় যে ব্লাড গ্রপ মিলে যাওয়ায় কারো বাচ্চা জন্মদানে সমস্যা হয়েছে। এখানে ব্লাড গ্রুপ এক বলতে যদি দুজনেরই +ve বা দুজনেরই -ve হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু একজনের পজিটিভ আরেকজনের নেগেটিভ হলে জরায়ুতে মাতৃকোষ ও ভ্রুণের রক্ত মিশ্রিত হয়ে বাচ্চা এবর্শন বা অস্বাভাবিক বাচ্চা জন্ম নিতে পারে। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। ডাক্তারের পরামর্শ নিয়ে anti-D ইনজেকশন নিলে নিশ্চিন্তে থাকা যায়। এছাড়া গর্ভকালের পূর্বে ও গর্ভকালীন অবস্থায় ফোলিক এসিড (৪মিগ্রা) প্রতিদিন গ্রহন করা যেতে পারে। তবুও নিজে কিছু না করে সব ডাক্তারের সাথে আলোচনা করুন, আমি ইংরেজি একটা আর্টিকেল থেকে তথ্য নিয়ে লিখেছি, এট ভুল হয়তো না কিন্তু আপনি কিছু বুঝতে ভুল করলে সমস্যাটা আপনারই হবে। Hope you've got it......

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ