এখানে কোন ধরনের ব্যাটারি দিয়ে তৈরী হয় এবং কী কী?
Share with your friends
NMAbdullah

Call

এখানে আমরা একদম সহজ পদ্ধতিতে মাত্র চারটা পার্স ব্যবহার করে তৈরি করব । যে চারটা জিনিস লাগবে তা হলঃ ১. ৩ পা ওয়ালা একটি ভোল্টেজ রেগুলেটর আইসি ২. একটি ৯ ভোল্ট ব্যাটারী ৩. আপনার মোবাইল অনুযায়ী চার্জার পিন । ৪. প্রয়োজন অনুযায়ী ইলেকট্রিক তার । আপনার যদি জিনিস গুলো সংগ্রহ হয়ে থাকে তাহলে শুরু করে দিন। ১. আগে আপনার ভোল্টেজ রেগুলেটর এর তিনটি পা কোনটা কি তা জানতে হবে । প্রথমে ভোল্টেজ রেগুলেটর আইসি হাতে নিন এবং লেখা অংশ আপনার নিজের দিকে ধরুন । তাহলে প্রথম যে পা দেখবেন তা হল ইনপুট পজেটিভ পা । আর মধ্যের যে পা দেখবেন তা ইনপুট এবং আউটপুট এর নেগেটিভ পা । সবশেষে যে পা আছে তা হল আপনার আউটপুট পজেটিভ পা । এখন আমাদের আসল কাজ । আপনার ব্যাটারীর ক্যাপটি হাতে নিন দেখুন এতে একটা লাল এবং একটা কালো তার আছে । লাল তারটি পিন১ পা তে সোল্ডার করে লাগিয়ে দিন । মোবাইলের চার্জার পিনটি হাতে নিন এবং দেখুন এতেও দুটি লাল কালো তার আছে । এবার ব্যাটারীর ক্যাপ এর কালো তারটি এবং মোবাইল চার্জার পিনের কালো তারটি একসাথে জোড়া দিন এবং পিন২ পা তে আটকিয়ে দিন । এবার বাকি আছে চার্জার পিনের লাল তারটি এটিকে পিন৩ তে আটকিয়ে দিন । সোল্ডার গুলো খুব সতর্ক অবস্থায় জোড়া দিন যাতে একটির সাথে আর একটি কোনভাবে লেগে না থাকে । এবার আপনার ব্যাটারির ক্যাপটি ব্যাটারীতে যেভাবে বসালে বসে সেভাবে চাপ দিয়ে বসিয়ে দিন । উলটাপাল্টা যাতে না লাগে খেয়াল করুন । ব্যস আপনার মোবাইল চার্জার রেডি । এবার চার্জিং পিনটি মোবাইলে লাগিয়ে দিন আর দেখুন চার্জ হচ্ছে । দ্বিতীয় স্তরঃ এখানে আমরা উপরের কাজটিকে আরেকটু মান সম্পন্ন করব । তার জন্য আমাদের কয়েকটা কাজ বেশী করতে হবে । দ্বিতীয় স্তরে অতিরিক্ত যা যা লাগবেঃ ১. যে কোন কালারের ছোট LED লাইট ১টি ২. 1k resistor (brown black red) ১টি 1k Resistor ৩. 10uf 25v capacitor ২টি 10uF 25V Electrolytic Capacitor ৪. একটি হিটসিন্ক । আইটি গরম হয়ে যায় বলে এটি ব্যবহার করা ভাল । ৫. একটি সার্কিট বোর্ড সেখানে সবগুলো পারস বসানো হবে । আরো অনেক জিনিস লাগানো যায় আপনি যদি সুন্দর করে সাজিয়ে বানাতে চান। যেমন একটা ইউএসবি ইনপুট পোর্ট সেখানে যেকোন ইউএসবি ক্যাবল লাগিয়ে মোবাইল এ চার্জ দিতে পারবেন । আবার আপনার চার্জারটি যদি রিচার্জেবল ব্যাটারী দিয়ে ব্যবহার করেন তাহলে ব্যাটারিটা কিছুদিন পর চার্জ দিতে হবে তার জন্য এই সার্কিট এ একটা ইনপুট চার্জার জেক লাগাতে পারেন যার দ্বারা এর ভিতরের ব্যাটারিটা চার্জ হবে । আবার একটা সুইচ লাগাতে পারেন এটি অন অফ করার জন্য যাতে ব্যাটারি খুলে অফ না করতে হয় । আবার পুরো সার্কিটটি একটি সুন্দর পাস্টিক বক্সে রাখার জন্য একটা পাস্টিক বক্স ব্যবহার করতে পারেন । সবগুলো জিনিস সংগ্রহ করা হলে কাজ শুরু করে দিন । আগের কাজটি যতটুকু করেছেন ঐটুকু হাতে নিন আর এতেই বাকি পারস গুলো সংযোগ দিব । প্রথমে আমরা দুটি ক্যাপাসিটর সংযুক্ত করব । একটি ব্যাটারির ইনপুট লাইন দুইটার মাঝখানে । আরেকটি মোবাইলের পিনের যে দুটি লাইন আছে তার মাঝখানে । এবার এলইডি বাল্ব লাগাব । বাল্ব এর সাথে রেজিষ্টরটি 1k resistor led এলইডি বাল্ব এর যে পা টি লম্বা সেটি পজেটিভ আর যেটি খাটো সেটি নেগেটিভ । আর রেজিষ্টরটির brown কালারের দিকটা পজেটিভ আর অন্যদিকটা নেগেটিভ । এবার রেজিষ্টারের নেগেটিভ পা যোগ করুন এলইডির পজেটিভ পায়ে । তাহলে বাকি থাকল রেজিষ্টারের পজেটিভ পা আর এলইডির নেগেটিভ পা । এবার এই দুটিকে যুক্ত করুন সার্কিট এর আউটপুট নেগেটিভ কালো তার এ আর পজেটিভ লাল তার এ । যদি সুইচ দিতে চান তাহলে দিন ব্যাটারির পজেটিভ তারের মাঝখানে । এবার পুরো কাজটি একটি সার্কিট বোর্ড এ সাজিয়ে বসিয়ে দিন এই সার্কিট এর আইসি রেজিষ্টর ক্যাপাসিটর ব্যাটারি পিন সবগুলো পণ্য খুচরা পাবেন গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে । এই সার্কিট এ ব্যবহার করা ৭৮০৫ আইসির কাজ ইনপুট ভোল্টকে কমিয়ে মোবাইলের উপযোগি ৫ ভোল্ট করে সাপ্লাই দেওয়া । 78xx এই সিরিজে আরো বিভিন্ন ভোল্টের আইসি আছে । একেকটা একেক রকম ভোল্ট সাপ্লাই দেয় । LM78xx voltage regulator

Talk Doctor Online in Bissoy App