সম্ভবত ঐ মজিলাটিতে কোন সিকিউরিটি দেওয়া আছে, আপনি অবৈধভাবে ব্রাউজ করার চেষ্টা করতেছেন তাই "untrusted connection"(অবিশ্বস্ত সংযোগ) এই বার্তা দেখাচ্ছে।

Talk Doctor Online in Bissoy App
Call

app t update দিন তারপর চেষ্টা করে দেখুন..

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার প্রশ্নটি হলো: মজিলা ফায়ারফক্সে ব্রাউজ করলে untrusted connection বার্তাটি আসে কেন? উত্তর: আমার মনে হয় যথাসম্ভব আপনি যে কম্পিউটার দিয়ে মজিলাতে নেট ব্রাউজ করছেন সেই কম্পউটার এর ডেট ও টাইম সঠিক নয়। মনে হয় আপনার ডিভাইসের ডেট ও টাইম ব`তমান সময় ও তাবিখের সাথে একেবারেই মিল নেই। তাই untrusted connection দেখাচ্ছে। তাই আপনি কষ্ট করে চেক করে দেখুন আপনার ডিভাইসের ডেট ও টাইম ঠিক আছে কিনা। ডেট এবং টাইম ঠিক না থাকার কারণেই এই সমস্যাটি হয়ে থাকে।

Talk Doctor Online in Bissoy App