avir

Call

হযরত মুহাম্মদ (সাঃ) তার জীবদ্বশায় মোট ২৭টি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আর সরাসরি মোট ৮টি যুদ্ধ পরিচালনা করেছিলেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১✧গাযওয়ার সংখ্যা ⇃ ☞ মূসা ইবনে উকাবাহ,মুহাঃইবনে ইসহাক,ওয়াকেদী,ইবনে সা‘দ এবং ইবনে জাওযী ইত্যাদি জীবনীবিদের মতে গাযওয়ার মোট সংখ্যা সাতাইশ ২৭ টি ৷ প্রখ্যাত তাবেয়ী সাঈদ ইবনে ☞মুসাইয়াবের মতে ২৪ টি (ছহীহ সনদে আব্দুর রাজ্জাক এ মতটি বর্ণনা করেছেন) ৷ ☞হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাঃ এর মতে ২১ টি (ছহীহ সনদে আবু ইয়া‘লা এ মতটি বর্ণনা করেছেন) ৷ ☞হযরত যায়েদ ইবনে আরকান রাঃ এর মতে গাযওয়ার সংখ্যা ১৯টি ৷(বুখারী, মুসলিম ও তিরমিযী) (বিঃদ্রঃ যে সকল অভিযানে নবীজী স্বয়ং অংশগ্রহণ করেন সেগুলোকে নবীজীবনী রচয়িতা ও জীবনীবিশারদদের পরিভাষায় বলা হয় গাযওয়া) আল্লামা সুহাইলী রহঃ বলেন,গাযওয়ার সংখ্যায় এই মতবিরোধের মূল কারণ হচ্ছে,কোন কোন জীবনীকার নিকটবর্তী সময়ে অনুষ্ঠিত কতক গাযওয়াকে এক ধরেছেন ৷ কেউবা একই সফরে অনুষ্ঠিত কতক গাযওয়াকে একই গাযওয়া গণ্য করেছেন ! ফলে মূল সংখ্যা হতে কম বেশ হয়েছে ৷ এমন হতে পারে যে,কারো কোন অভিযান সম্পর্কে অবগতির ছিল না, তাই তিনি তার অবগতির ভিত্তিতে জিহাদের সংখ্যা উল্লেখ করেছেন যা প্রকৃত সংখ্যা থেকে কম হয়েছে ৷(সূত্রঃ ফাতহুল বারী,৭ম খন্ড,২১৮ পৃষ্ঠা) ২☆সারিয়্যার সংখ্যা ⇂ গাযওয়ার ন্যায় একই কারণে সারিয়্যার সংখ্যা নিয়েও মতপার্থক্য হয়েছে ৷ ☞ ইবনে সা‘দ বলেছেন ৪০টি , ☞ইবনে আব্দুল বার এর মতে ৩৫ টি ☞মুহাঃ ইবনে ইসহাকের মতে ৩৮ টি ☞ওয়াকেদীর মতে ৪৮ টি ☞এবং ইবনে জাওযীর মতে ৫৬ টি৷ সূত্রঃ যুরকানী,১ম খন্ড,৩৮৮ পৃষ্ঠা ৷ (বিঃদ্রঃ যেসব যুদ্ধে তিনি প্রত্যক্ষ অংশ গ্রহণ করেননি, কোন সাহাবীকে দলপতি নির্ধারণ করে অভিযানে পাঠিয়াছেন সেগুলোকে বলা হয়‘সারিয়্যা’ বা‘বা‘ছ’ সূত্রঃ সারাতে মুস্তফা ২য় খন্ড,৬৮ পৃষ্ঠা)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ