আমি Samsung galaxy s5360 মোবাইল ব্যবহার করি।আমার মোবাইলে কি কাস্টম রোম ব্যবহার করতে পারি কোনটা সব থেকে ভালো হবে তার ডাউনলোড লিনক দিন। আর সেই টা কিভাবে ব্যবহার করতে পারি তার স্টেপ বাই স্টেপ লিখে দিন।। আর একটা কথা যদি ভুল বসতো ব্রিক হয়ে যাই কিভাবে ঠিক করতে পারি? যদি কাস্টম রোম না ভালো লাগে আমি আবার কিভাবে আমার ফোনের কম্পানি দেওয়া রোমে ফিরে যেতে পারি? আমি যদি আমার ফোনের রোম চেঞ্জ করি আমার ফোনের কি কিছু পব্লেম হবে? এখন আমার জেমন কিছু কিছু ভালো কোয়ালিটি এপ সাপট হই না রোম চেঞ্জ করলে এবার কি সাপট হবে? আর HD vedio সাপট হইনা এবার কি সাপট হবে? প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন.
Share with your friends
Unknown

Call

আপনি এই ভিডিওটা দেখুনঃ http://m.youtube.com/watch?v=ZnGoI7Tqcvo ROM download link ভিডিওর Details এ দেওয়া আছে। কাস্টম রম আপডেট দিলে পূর্বাবস্থায় ফিরে যেতে পারবেন যদি আপনার সিস্টেম রম ব্যাকআপ করে নেন। আপনার মোবাইল ব্রিক হলে কাস্টমার সার্ভিস বা Odin দিয়ে স্টক রম আপডেট দিতে হবে। কাস্টম রমে কোনো প্রবলেম নেই। ভালো কোয়ালিটির অ্যাপ যদি আপনার র‍্যাম স্পেসে সংকুলান হয় তবে অবশ্যই তা সাপোর্ট করবে। আপনি 720p পর্যন্ত HD ভিডিও দেখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App