ArafatFeni

Call

না, এধরণের কথা ঠিক নয়৷ এ সময় যে কোন উপভোগের জন্য স্বামী-স্ত্রী পূর্ণ স্বাধীন। তারা সন্তুষ্টচিত্তে যে কোন কাজ করতে পারে। তবে অবশ্যই প্রথমরাত হিসেবে একে অপরের চাহিদার প্রতি লক্ষ রাখা উচিত। (সূত্র- আহকামুল ইসলাম, আহমাকে জিন্দেগী)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ ভাই! বাসর রাতে  মিলন করা বিধিত; নিষিদ্ধ নয়। নিষিদ্ধের ব্যাপারটি একটি সামাজিক কুসংস্কার। এর সাথে ইসলামী আইনের কোনো সম্পর্ক নেই। কারণ বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পর থেকে মেয়েটি ছেলের স্ত্রীতে পরিণত হয়ে যায়। এবং তখন থেকেই ছেলে তার স্ত্রীর সাথে সব ধরনের স্ত্রীসুলভ আচরণের অধিকার লালন করে। তবে এখানে মোহরানার একটি ব্যাপার রয়েছে। বিবাহের সময় যদি নগদ মোহর পরিশোধের কথা হয়ে থাকে তাহলে স্ত্রীর অধিকার আছে মোহর পরিশোধের পূর্ব পর্যন্ত নিজেকে স্বামী থেকে গুটিয়ে রাখার এবং সহবাসে সুযোগ না দেয়ার। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে স্বামীর জন্য মোহর আদায়ের  পূর্বে জোরপূর্বক স্ত্রীর সাথে মিলিত হওয়ার অধিকার থাকবে না। জোরপূর্বক কিছু করতে গেলে গুনাহ হবে। তবে বিবাহের সময় মোহর বাকিতে পরিশোধের কথা হলে স্ত্রী নিজেকে শামলে রাখতে পারবে না। তবে এখানে আরো একটি ব্যাপার রয়েছে। তাহলো, মেয়েরা অত্যধিক লাজুক টাইপের হয়ে থাকে। তাই বাসর রাতে মেয়েরা সহযে নিজেকে উন্মুক্ত করে দেয় না। যদি বাসর রাতে স্ত্রী মিলনে আগ্রহী না হয় তাহলে জোর করা স্বামীর জন্য উচিত হবে না। স্বামীকে এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে। যাতে একে কেন্দ্র করে পারস্পারিক তিক্ততা সৃষ্টি না হয়। সম্ভব হলে কৌশলে স্ত্রীকে আগ্রহী করে তারপর তার সাথে মিলিত হওয়ার উদ্যোগ গ্রহণ করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ