আমি কলেজ থেকে প্রাইভেট পড়ে আসতে আসতে ৪/৫ টা বেজে যায়। কোনো বিরতি না থাকায় যোহরের নামাজ পড়তে পারিনা, এখন কি করবো? আর মাঝে মাঝে ৩:৩০ এ আসি, তখন কি নামাজ পড়তে পারবো?
শেয়ার করুন বন্ধুর সাথে

সূর্য মাথার ওপর থেকে পশ্চিমে ঢলে যাওয়ার পর হতে শুরু করে যতক্ষণ পর্যন্ত কোন জিনিসের ছায়া সেই জিনিসের সমান না হয় ততক্ষণ পর্যন্ত জোহরের সময় । (মুসলিম)। তাহলে যখন আপনি ৩:৩০ এ আসেন, তখন স্বাভাবিক ভাবে জোহরের নামাজ আদায় করতে পারেন। আর ৪/৫টায় আসলে, জোহরের নামাজ কাজা আদায় করতে হবে। কারন তখন, আছরের ওয়াক্ত শুরু হয়ে যায়। কাজা আদায়ের ক্ষেত্রে শুধু ফরজ চার রাকাত আদায় করলেই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ