Call

একাধিক পরমাণু মিলে যে রাসায়নিক গঠন তৈরী করে তাকে অণু বলে। অণুতে সর্বোচ্চ কতগুলো পরমাণু থাকবে তা নির্দিষ্ট নয়। কিন্তু প্রকৃতিতে H ও Cl সহ সকল অধাতু মুক্ত অবস্থায় থাকতে পারে না বিধায় এরা দুইটি পরমাণু একত্রে থাকে। অপরদিকে Ca ও Fe সহ সকল ধাতু মুক্ত অবস্থায় থাকতে পারে।

Talk Doctor Online in Bissoy App