শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না নেই । থাকলেও তাদের খুজে বের করা বেশ কষ্টসাধ্য । তবে আনেকে বলে যে তারা কখনো প্রেম করে নাই কিন্তু ভালো করে খোজ নিলে দেখা যায় সেও কারো প্রেমে পড়েছিল । তবে এটা প্রধানত কিশোর বয়সেই বেশি হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ আছে...! কি..! আশ্চর্য হলেন আমার কথা শুনে...? আসলে আশ্চর্য হবারই কথা..! কেননা এ সত্যটা অনেকেই জানেন না বা জানলেও ঘুণাক্ষরেও আপনার মন সেদিকে যায় না... কোনদিন যায়ও নি...! জানার পর টাস্কি খেয়ে পল্টি মেরে বলবেন... আরে এ উত্তর তো আমিও জানি....!!!! হ্যাঁ...! উত্তরটা শুনুন তাহলে........ হ্যাঁ! এমন মানুষ আছে জগতে যাঁর জীবনে প্রেম আসে নি। সত্যিই আসে নি..! এখনো আসে নি...!!!! তিনি হচ্ছেন "সাইয়্যেদুনা" "নাবীয়্যুনা" "হযরত ঈসা আলাইহিস সালাম"। তাঁকে আল্লাহ পাক ৩৩ বৎসর বয়সে আসমানে তুলে নেন। তখন তিনি যুবক ছিলেন। তখন তিনি অবিবাহিত ছিলেন। কেয়ামতের পূর্ব সময়ে তিনি "উম্মাতে মুহাম্মাদী" হিসেবে আসমান থেকে অবতরণ করবেন। এবং শেষনবীর উম্মত হিসেবে নবীর সুন্নত পালনার্থে বিবাহ করবেন। তখন তাঁর জীবনেও প্রেম আসবে। তাঁর সন্তানাদিও হবে। পৃথিবীকে সুশাসনে ভরপুর করে দেবেন। স্বাভাবিকভাবেই তিনি ইন্তেকাল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার পাশেই তাঁকে দাফন করা হবে.......।।।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
scanner

Call

এমন মানষ নেই যে প্রেমহীন ।নবিজীও প্রেমকে হালাল বলেছেন তবে বিয়ের পরে ।আগে হারাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ