Unknown

Call

আপনার নাম আগে আইনত পরিবর্ত করুন। তার পর সর্টিফিকেট পরিবর্তন করবেন। প্রথমে কোর্টে বা নোটারী পাবলীকে এফিডেবিট করে নাম পরিবর্তন করতে হবে। নামের বানানে ভূল আছে বা অন্য ব্যক্তিগত সমস্য এধরনের কারন দেখিয়ে। এটা পরে পাবলিক মিডিয়ায় পাবলিশ করতে হবে যেমন দৈনিক পত্রিকায়। তারপর সম্ভবত দুই সপ্তাহ ওয়েট করতে হবে। এবার ঐপ্রত্রিকার কপি/এবং এফিডেবিট দিয়ে বোর্ড থেকে সার্টিফিকেট সংশোধন করতে হবে। সংশোধন পকৃয়াটা এরকম, ওরা বোর্ড মিটিং বসিয়ে প্রমান আদি দেখে সিদ্ধান্ত নেবে। আপনি মিটিং এ উপস্থিত থাকতে পারবেন। মাসে দুই বার হয় বোধ হয়। পরিবর্তন সিদ্ধান্ত গৃহিত হলে, আপনার মুল শিক্ষাগত সার্টিফিকেটে নাম কলম দিয়ে কেটে নতুন নাম বসাবে এবং সিল মোহোর দিয়ে সই করে দেবে। এই কাটা কাটি সার্টিফিকেট না রাখতে চাইলে পরে দ্বী-নকল সার্টিফিকেট উঠাতে পারবেন। চাকুরীর ক্ষেত্রে আপনার অফিসে যোগাযোগ করে নতুন কাগজ পত্র দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ