আমার ডানপায়ের বৃদ্ধাংগুলে ব্যাথা।আমি যদি সালাত আদায়ের সময় বৃদ্ধাংগুলটি সরিয়ে পা পিছনে ঘুরিয়ে বসি তাহলে কি নামাজ ভুল হবে?অনেকে বলে বৃদ্ধাংগুল নড়ালে বা স্থানচুত হলে নামাজ হয়না । এটা কি ঠিক?হাদিস কি বলে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আসলে ভাইয়া নামাজে স্থানচ্যুত হলে নামাজ হয় না ঠিক কিন্তু প্রয়োজনে বৃদ্ধাংগুল নাড়ালে নামাজ সহীহ হয়।।হাদীসে এসেছে জুরুরতে নামাজে আংগুল নাড়ালে নামাজ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ