পায়খানা করার পর মাংস পিন্ড বাইরে থাকে । এইটা কি পাইলস ? করণীয় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

অর্শ্ব বা পাইলস এর লক্ষণ ও উপসর্গগুলো: ১। মলত্যাগের সময় ব্যথাহীন রক্তপাত, ২। পায়ুপথ চুলকানো অথবা অস্বস্তিকর জ্বালাপোড়া ব্যথা, ৩। পায়ুপথ থেকে বাইরের দিকে ফোলা ও ব্যথা লাগা, ৪। পায়ুপথের মুখে চাকা অনুভব করা ও ব্যথা লাগা। করণীয়: উপরোক্ত লক্ষণ ও উপসর্গ দেখা দেয়ামাত্র যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কোথায় চিকিৎসা করাবেন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল। কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে: ১। ডিজিটাল রেক্টাল এক্সামিন (Digital Rectal Examine) করা হয়। এতে সম্পূর্ণ মলনালীর পরীক্ষা করা হয়। ২। কলানোস্কোপী (Colonoscopy)। এটি প্রয়োজনবোধে করা হয়। কি ধরণের চিকিৎসা আছে: পাইলসের নানা রকম চিকিৎসা আছে। যেমন: ঔষধ ব্যবহার, মিনিমাল ইনভেসিভ চিকিৎসা (Minimal Invasive Procedures), শল্য চিকিৎসা, নিয়মতান্ত্রিক জীবন যাপন পদ্ধতি, ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত মলম বা ক্রিম লাগানো, পায়ুপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, ফোলা কমানোর জন্য আক্রান্ত স্থানে বরফ ঘষতে হবে, ব্যথা কমানোর জন্য ডাক্তারের পরমর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে। পাইলস কিভাবে প্রতিরোধ করা যায়: ১। উচ্চ আশঁযুক্ত খাবার, ফলমূল এবং শাক-সবজি বেশি বেশি করে খেতে হবে, ২। প্রতি দিন ৬-৮ গ্লাস পানি এবং তরল জাতীয় দ্রব্য পান করতে হবে, ৩। মলত্যাগের সময় কোষ্ঠকাঠিন্য হলে বেশি চাপ প্রয়োগ করা যাবে না, ৪। পায়খানা চেপে রাখা যাবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ