ইসলামে ইতিহাসে কত হিজরী থেকে ঈদ উল ফিতর পালিত হয় ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হযরত মুহম্মদ (স.) ইসলাম ধর্মের শেষ নবী। মুসলমানরা তার উম্মত বা অনুসারী। তার আগের নবীদের অনুসারীরাও রোজা রাখতেন। কিন্তু তাদের জন্য রোজার শেষে কোনো ঈদ ছিল না। মহানবীর (স.) সময় থেকেই ঈদ পালন শুরু হয়। আরবি ক্যালেন্ডার অনুযায়ী, দ্বিতীয় হিজরি সনের ১ শাওয়াল, ইংরেজি ৬২৪ সালের ৩১ মার্চ মদিনায় মুসলমানরা প্রথমবারের মতো ঈদ পালন করেন। আর মক্কায় প্রথম ঈদ পালিত হয় আরও পরে, ৮ম হিজরিতে, ইংরেজি ৬৩০ খ্রিস্টাব্দে; মক্কা বিজয়ের ঠিক ১১ দিন পর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ