Call

সব খেত্রে নয়।কিছু খেত্রে।জদি মেয়েটা বা ছেলে টা বা উভয়ই ধৈরজ্জশিল হয়,এবং ইনকাম ভাল থাকে,, তাহলে তারা শুখি ঈ হয়।আর জদি ২জন ঈ রাগি হয় তাইলে আগে থেকেই এই চিন্তা বাদ দেন।।কিন্তু মনে রাখবেন রাগি মেয়েরা খুব সামি ভক্ত হয়।।এ খেত্রে ছেলেটার রাগ কম হতে হবে।।।।ধন্যবাদ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি হয়ে থাকে।তবে ব্যতিক্রমও দেখা যায়।প্রেম করে বিয়ে করলে বাবা-মার পরিপূর্ণ অাশির্বাদ মেলে খুব কম জুটির ক্ষেত্রেই।আর তাদের অাশির্বাদ ব্যতীত কখনওই  সুখি হওয়া যায় না।তবে বিয়ে করে ফেললে যথাসাধ্য বাবা মাকে খুশি রেখে তাদের সেবা-যত্ন করে তাদের অাশির্বাদ নেওয়ার চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই কথার সত্য মিথ্যা যাচাইকরণ কঠিন.. কেননা আমারদের সমাজে এই রকম পরিবেশে অনেকে সুখি আবার অনেকে কষ্টে.. মূলত এটা নির্ভর করে স্বামী স্ত্রীর পারস্পারিক চিন্তা চেতনার উপর.. উভয়ের ইতিবাচক ফলাফল হলে সুখে থাকবেন আশা করা যায়.. ***ধন্যবাদ***

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সব মানুষ সমান নয়। সব মানুষের ভালোবাসা ও সমান নয়। তাই সবার ভালোবাসার পরিণতিও সমান হতে পারে না। এটি ব্যক্তি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যে কোন সম্পর্কই হোক না কেন প্রত্যেকটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর কোনধরনের সম্পর্কে যদি কারো প্রতি কারো বিশ্বাস না থাকে তবে যে কোন সম্পর্কই ভেঙ্গে যাবে। আর এখানে মূল প্রসঙ্গ টা হচ্ছে ভালবেসে বিয়ে করলে সুখি হওয়া যায়। কথাটা কিন্তু সত্যি নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ