Call

নাওয়াইতু আন… বলে মুখে নিয়ত উচ্চারণ করা একটি অন্যতম বিদআত। কেননা এর পক্ষে কোন ছহীহ হাদীছ তো দূরের কথা কোন যঈফ হাদীছও পাওয়া যায় না। এ ভাবে নিয়ত না রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না ছাহাবায়ে কেরাম না তাবেঈন না তাবে- তাবেঈন না চার ইমামের কেহ করেছেন। এটা কোন বুযুর্গ ব্যক্তির তৈরী করা প্রথা। তার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। সুতরাং তা বর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরয। নিয়ত শব্দের অর্থ- ইচ্ছা বা সঙ্কল্প করা। আর তা অন্তরে হয় মুখে নয়। সুতরাং কোন কিছু করার জন্য অন্তরে ইচ্ছা বা সঙ্কল্প করলেই সে কাজের নিয়ত হয়ে গেল। তা মুখে বলতে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইসলামী শরীয়ার ফরজ বিধানগুলোর ক্ষেত্রে নিয়ত করা বাধ্যতামূলত। তবে তা মুখে উচ্চারণ করা আবশ্যক নয়।  কারণ মনের সংকল্প বা ইচ্ছাই হল নিয়ত। মনের ভিতরে ইবাদাতের বিষয়টি জাগ্রত থাকলেই নিয়ত হয়ে যাবে। আর সাহরী ইফতারীর স্বতন্ত্র কোনো নিয়ত নেই। শুধু রোযা রাখার জন্যই নিয়ত আবশ্যক হয়। নিয়তের আবশ্যকীয়তার বিষয়টি সহীহ হাদীসে বিবৃত হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ