আমার SSC science Grade poin 4.72 এখন আমি কোন লাইনে পরব বা কি পরলে ভাল হবে?
Share with your friends
Call

তুমি পলিটেকনিক্যাল এ পরতে পার।এখন লেভেল পরে কোন লাভ নাই।চাকরি পেতে অনেক কষ্ট।তাই পলিটেকনিকালে পরা ভাল।

Talk Doctor Online in Bissoy App

ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লেই বেটার হবে। কারন, বর্তমানে দেশে ও বিদেশে ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে।

Talk Doctor Online in Bissoy App
MrXrand1

Call

জেনারেল বা পলেটেকনিক এই দুই লাইন-ই ভাল ||| তবে আপনি কোন লাইনে পড়বেন তা নির্ভর করছে আপনার জীবনের লক্ষ্যের উপর, পলেটেকনিক এ পড়া মানে আপনার কারগরি দক্ষতা বৃদ্ধি পেল ||| দেশে কারগরি দক্ষতার খুব ডিমান্ড আছে মানে আপনার চাকরি না করলেও চলবে আপনি নিজে থেকেই কিছু একটা করতে পারবেন

Talk Doctor Online in Bissoy App

বর্তমানের সময়টা হচ্ছে আইসিটির যুখ| আইসিটি বিভাগে পড়তে পারেন|কেননা বর্তমান সময়ে কোনো চাকরি করতে গেলে প্রায় বেশীরভাগ ক্ষেত্রে (যোগ্যতার ক্ষেত্রে) প্রথমে লেখা থাকে,কম্পিউটার জানা আবশ্যক||

Talk Doctor Online in Bissoy App