আমার প্রশ্ন হচ্ছে রোজার দিনেকি পুকুরে , খালে , বিলে এইরকম যায়ায়গায় গোসল করা যাবে কিনা ? আমার প্রশ্নটা শুনে অনেকেই হয়তবা বোকার মত প্রশ্ন করছি ভাবছেন । কিন্তু এইটা অনেক বড় একটা প্রশ্ন । রজার দিনে পুকুরে কিংবা এইরকম যায়গায় গোসল করলে আমি এক হুজুরের কাছে শুনলাম পায়খানার রাস্তা দিয়ে পানি প্রবেশ করে পেটে পর্যন্ত যায় । আর যার কারনে রোযা ভেঙ্গে যাবে । রোযা ভাঙ্গার কারনের মধ্যে এটি একটি কারন যেভাবেই হোক খাবার খেলে বা পেটে খাবার গেলে রোযা ভেঙ্গে যাবে । বিষয়টি দয়া করে বলবেন । [url=http://m.facebook.com/rj.monjil] আমি ফেইজবুকে । [/url]
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি তো আর পানি পান করার জন্য গোসল করবেন না।শরীর পাক পবিত্র করার জন্য।আর নাপাক পানিতে গোসল করা যাবে না।সুতরাং,গোসল করাতে কোন সমস্যা নেই।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ