শেয়ার করুন বন্ধুর সাথে

টি শার্ট পরিধান করে নামায আদায় করলে নামায আদায় হয়ে যাবে। তবে ফুকাহায়ে কেরাম বিনা কারণে এভাবে বাহু উন্মুক্ত রেখে নামায পড়াকে অনুচিত বলেছেন। কারণ আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ক্ষেত্রে সৌন্দর্য গ্রহণের কথা বলা হয়েছে। স্বভাবত মানুষ দেশের প্রধান মন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সম্মুখে উপস্থিত হলে সে টি শার্ট বা গেঞ্জি পরে উপস্থিত হবে না। বরং সে তার সাধ্যের সুন্দর ফুল শার্ট বা পাঞ্জাবী পরিধান করে তাঁর সামনে উপস্থিত হবে। সুতরাং এ মহাজগতের সৃষ্টিকর্তার সম্মুখে আরো সুন্দর পোষাক পরিধান করে উপস্তিত হওয়া উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call

টি শার্ট পড়ে নামাজ পড়া মাকরুহ। কেননা কনুইয়ের উপরিভাগ

খোলা থাকা মাকরুহে তাহরীমী। বিধায় টি-শার্ট পড়ে নামায

পড়া মাকরুহে তাহরীমী হবে।

আর শার্ট পড়ে নামাজ পড়া যেহেতু সুন্নাতের খেলাফ, তাই

তা পরিধান করে নামায পড়া হবে মাকরুহে তানযীহি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ