শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলামে আয়না দেখা নিঃসন্দেহে জায়েয। আর এটা শরীয়তের কোন বিষয় না। এটা মানুষের প্রাত্যহিক মুয়া'মালাতের সাথে সম্পৃক্ত, যা সাধারন ভাবে ইসলাম জায়েয করেছে। এমনকি রাসূল (সাঃ) থেকে আয়না দেখার নিম্নোক্ত দোয়াটি বর্ণিত হয়েছে, "ﺍﻟﻠﻬﻢ ﺣﺴﻨﺖ ﺧﻠﻘﻲ ﻓﺤﺴﻦ ﺧﻠﻘﻲ"! আল্লাহুম্মা হাসসানতা খালকী, ফা হাসসিন খুলুকী অর্থাৎ "হে আল্লাহ! তুমি আমার চেহারাকে যেমন সুন্দর করেছো তেমনি আমার চরিত্রকে ও সুন্দর করে দাও। এটি মূলত আয়না দেখার দোয়া, আয়না দেখার সময় এবং অন্যান্য সময়েও সাধারণ দোয়া হিসাবে পড়া যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ