শেয়ার করুন বন্ধুর সাথে
AjharHimel

Call

স্কাউটিং সুন্দর পৃথিবী গড়বে । কম্পিউটার চালনা বা ইন্টারনেট ব্যবহারে কাচাঁ।ছবি কেমন করে দিতে হয় জানিনা।শিখে পরে দিব সান্ধ্য আইন বা কারফিউ:বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪এর ২৪ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারীর মাধ্যমে নির্দেশ করতে পারেন যে,আদেশে নির্দিস্ট ব্যতিক্রম বাদে,আদেশে নির্দিস্ট এলাকা বা এলাকাসমূহে উপস্হিত কোন ব্যক্তিই আদেশে নির্দিস্ট সময়ের মধ্যে নির্দিস্ট কর্তৃপক্ষের ব্যক্তির মন্জুরীকৃত লিখিত অনুমতিপত্রের প্রাধিকার ব্যতীত ঘরের বাহিরে আসতে পারবে না। এ আদেশ লঙ্ঘনে ১ বৎসর পর্যন্ত করাদন্ড বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি হওয়ার বিধান রয়েছে। (বর্তমান সরকার পিএসসি সংস্কার করলো কিন্ত ২৭ তম নিয়োগ এখনও হচ্ছেনা,২৮ তম কচ্ছপের গতিতে চলছে।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ