khoshnobish

Call

এটি সরাসরি কোন সূরায় মনে জয় নাই। কিন্তু এটাই সত্য যে, সব নবী রাসূলই ইসলাম প্রচার করেছেন। ইসলাম মানেই হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে জীবন পরিচালনা করা। আর স্রষ্ঠা তো এক আল্লাহ-ই । তাই আল্লাহ যখন মানুষকে যা করার কথা বলেছেন তাই ইসলাম। এ কথা বলে রাখা ভালো মহানবী (স) এর উপরে ইসলাম নাযিল হয়নি, হয়েছে কুরআন, যা ইসলামের সর্বশেষ গ্রন্থ। আর এটার প্রামান তিনি বিদায় হজ্বে দিয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ