শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শুদ্ধ লক্ষণ (Pure character): কোনও জীবের কোনও একটি লক্ষণ যদি বংশপরম্পরায় অপরিবতিত থাকে, তাহলে ঐ লক্ষণটিকে ঐ জীবের শুদ্ধ লক্ষণ ধরা হয়। কোনও একটি শুদ্ধ লক্ষণযুক্ত জীব ঐ শুদ্ধ লক্ষণের জন্য হােমােজাইগাস হয়।   সঙ্কর (Hybrid ) : দুটি শুদ্ধ এবং পরস্পর বিসদৃশ লক্ষণযুক্ত জীবের মধ্যে সঙ্করায়ণ ঘটালেও, প্রথম অপত্য জনুতে যেসব অপত্য জীব উৎপন্ন হয়, তাদের প্রত্যেকটিকে সঙ্কর বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ