শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রকট (Dominant) এবং প্রচ্ছন্ন (Recessive) জিন : কোনও পরস্পর বিসদৃশ লক্ষণের পরিপ্রেক্ষিতে হেটারোজাইগােটে ঐ লক্ষণের জন্য দায়ী দুটি জিন থাকলেও, এই হেটারােজাইগােট থেকে উৎপন্ন জীবদেহে এই জিন দুটির মধ্যে কেবল একটি জিনের লক্ষণই প্রকাশ পায়, অন্যটির লক্ষণ প্রকাশ পায় না। সুতরাং হেটারোজাইগাস জীবে বা সঙ্করে যে লক্ষণ প্রকাশ পায় তাকে প্রকট লক্ষণ এবং এই লক্ষণের জন্য জিনকে বলা হয় প্রকট জিন।   আবার যখন এই জীবে বা সঙ্করে যে লক্ষণ প্রকাশ পায় না সেই লক্ষণকে প্রচ্ছন্ন লক্ষণ এবং এই লক্ষণের জন্য দায়ী জিনকে প্রচ্ছন্ন জিন বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ