শেয়ার করুন বন্ধুর সাথে
Call

গনিত দুনিয়াতে এমন একটা বিষয় যেটা শুধু সত্য জিনিস দিয়ে তৈরি। গনিত আর কিছুই না শুধু বুদ্ধির খেলা।। কত গুলি সংখ্যা নিয়ে কোন একটা জুক্টি বা একটা থিওরি এর প্রমান।। আমরা জা কিছু সত্য বলে মনে করি তা গনিতের মাধ্যমে প্রমান করি ।।।। জেমন ৬০ সেকেন্ড এ এক মিনিট । তারপর আমরা হিসাব করার সুবিধার্থে গনিতের আশ্রয় নিই।।। অর্থাৎ গনিত এর সংখ্যার খেলার মাধ্যমে আমরা গননা করি।।।। গনিত ( ইংরেজি : Mathematics) পরিমাণ , সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণা। গণিতে সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয়। গণিতবিদগন বিশৃঙ্খল ও অসমাধানযুক্ত সমস্যাকে শৃঙ্খলভাবে উপস্থাপনের প্রক্রিয়া খুজে বেড়ান ও তা সমাধানে নতুন ধারনা প্রধান করে থাকেন। গাণিতিক প্রমানের মাধ্যমে উক্ত ধারনাগুলো সত্যতা যাচাইকরন করা হয়ে থাকে। প্রাচীন মেসোপটেমিয়ার ব্যাবিলনীয়রা এবং নীল নদের অববাহিকায় প্রাচীন মিশরীয়রা সুশৃঙ্খল গণিতের প্রাচীনতম নিদর্শন রেখে গেছে। তাদের গণিতে পাটীগণিতের প্রাধান্য ছিল। জ্যামিতিতে পরিমাপ ও গণনাকে প্রাধান্য দেয়া হয়, স্বতঃসিদ্ধ বা প্রমাণের কোন নিদর্শন এগুলিতে পাওয়া যায় না। *পিথাগোরাস- সংখ্যাতত্ত্ব, চার্লসব্যাবেজের গণনা ইউক্লিড এর জ্যামিতি, নিউটন এর ক্যালকুলাস. হিপ্পার চাস এর ত্রিকোণমিতি, গ্যালিলিও গতিবিদ্যা ম্যাট্রিক্স -কেইল এ করে, আর্কিমিডিস স্থিতিবিদ্যা। জন নেপিয়ার লগারিদম, আল খারজমির বীজগণিত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ