শেয়ার করুন বন্ধুর সাথে
KanizDIya

Call

এটা সত্যি কথা যে শীতের সময় ব্যথা একটু বেশি লাগে | কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখুন, যদি আপনি শীতের সময় ব্যাডমিন্টন খেলে একটু ঘেমে উঠেন, তাহলে কিন্তু আর সেই ব্যথাটা লাগে না | এ থেকেই বোঝা যায় যে শীতের সময়ে ব্যথা বেশি লাগার কারণ হলো শরীরের তাপমাত্রা কমে যাওয়া। শীতের সময় শরীরের রক্ত চলাচল কমে যায়, আর সেজন্য শরীরের চামড়া একটু চেপে বসে। এ কারণে শীতকালে অনেককেই দেখতে একটু শুকনো লাগে। এই চামড়ার চাপ এবং শীত দুটি মিলে শরীরের নার্ভ অনেক বেশি সেনসিটিভ হয়ে উঠে | তার উপর শীতের সময় সারা শরীর একটু আড়ষ্ট থাকে। এক্ষেত্রে শরীরের এক জায়গায় ব্যথা লাগলে তা আশেপাশের নার্ভ গুলোকেও উত্তেজিত করে, আর এই জন্যই ব্যথা বেশি লাগে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ