শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এখানে বিভিন্ন পেশায় ও নিয়মে লোন।নেবার নিয়ম দেয়া হল। সাধারণত নীচের যোগ্যতা গুলো থাকলে হোম লোন পাওয়া যাবে। আর যদি আপনি ব্যাংক এপম্লয়ী হন তবে বিশেষ সুবিধায় লোন পেতে পারেন। তবে সব ব্যাংক এই সুবিধা দেয়না। লোন আবেদনকারীর যোগ্যতা- চাকুরিজীবি ন্যূনতম ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা এবং বর্তমান চাকুরিতে অবশ্যই স্থায়ী হতে হবে ন্যূনতম মাসিক আয় ২৫,০০০/- টাকা। ব্যবসায়ী/পেশাদার ব্যক্তি এক মালিকানা/অংশীদারী/প্রাইভেট লিমিটেড কোম্পানির স্বত্বাধিকারী/পরিচালক ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা (একই ব্যবসায়/পেশায়) মাসিক আয় ন্যূনতম ৩০,০০০/- টাকা পণ্যের বৈশিষ্ট্যসমূহ- প্রস্তাবিত সম্পত্তির মালিক/বায়নাকারীই হবেন লোনের মূল আবেদনকারী প্রস্তাবিত সম্পত্তিটি অবশ্যই ঢাকা মেট্রোপলিটান এলাকা/বৃহত্তর ঢাকা যেখানে রাজউক ক্রয় অনুমোদন আছে/চট্রগ্রাম ও সিলেট মেট্রোপলিটান এলাকার মধ্যে অবস্থিত হতে হবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী অধিবাসী হতে হবে আবেদনের সময় ন্যূনতম বয়স ২৫ বছর এবং লোন সম্পূর্ন পরিশোধের সময় সর্বোচ্চ বয়সসীমা ৬৫* বছর প্রতিযোগীতামূলক সুদের হার- লোন পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ২৫* বছর প্রয়োজনীয় কাগজপত্র (সবার জন্য) সর্বশেষ ১বছরের ব্যক্তিগত ব্যাংক বিবরণী- সর্বশেষ আয়কর পরিশোধের সনদপত্র (যেখানে প্রযোজ্য)। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি। হোম লোনের ক্ষেত্রে বরাদ্দপত্র/ বরাদ্দচুক্তিপত্র/বায়না দলিলের ফটোকপি হোম ক্রেডিট/অধিগ্রহনের ক্ষেত্রে নিবন্ধিত মালিকানা দলিলের ফটোকপি হোম ক্রেডিটের ক্ষেত্রে কাজের "দরপত্র" চাকুরিজীবি- লেটার অব ইন্ট্রোডাকশন(এল.ও.আই.) সর্বশেষ ১ বছরের স্যালারি স্টেটমেন্ট ব্যবসায়ী- শেষ ৩ বছরের ট্রেড লাইসেন্স (একই ব্যবসায়) সর্বশেষ ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট (কোম্পানি) অংশীদারী কারবারের ক্ষেত্রে নিবন্ধিত অংশীদারী দলিল প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এম.ও.উ + সার্টিফিকেট অব ইনকর্পোরেশন + সর্বশেষ শিডিউল- স্বনির্ভর ব্যক্তি পেশাদারী এসোসিয়েশনের সদস্য সনদ নিজস্ব প্যাডে পেশা সংক্রান্ত ঘোষণাপত্র (সিলসহ) পেশাদারী ডিগ্রীর সনদ বাড়িওয়ালা- নিবন্ধিত মালিকানা দলিল (যেখানে থেকে ভাড়া আসে) ভাড়ার দলিল যেকোন একটি বিল কপি (গ্যাস/বিদ্যুৎ/পানি)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ