মাইক্রোসফট এর ও.এস নেটের ২০% স্পিড আলাদা করে রাখে নিজের ব্যবহার যেমন উইন্ডোজ আপডেটের জন্য। আপনি ইচ্ছে করলে সেই রিজার্ভ ২০% ব্যাবহার করতে পারেন। স্টার্ট মেন্যুতে ক্লিক করে 'রান'-এ ক্লিক করুন। এবার সেখানে 'gpedit.msc' টাইপ করুন। এরপর 'policy editor' তারপর 'Local Computer Policy'তে যান। এরপর 'Computer Configuration'-এ এরপর 'Administrative Templates' -এ ডবল ক্লিক করুন, তারপর 'Network'-এ তারপর 'QOS Packet Scheduler' এবং এরপর 'Limit Reservable Bandwidth'-এ ডবল ক্লিক করুন। ওখানে বাই ডিফল্ট 'not configured' দেখবেন। কিন্তু পাশের এক্সপ্লেইন ট্যাব পড়লেই বুঝতে পারবেন আপনার ২০% ব্যান্ডউইডথ রিজার্ভ করা আছে। আপনি নিচের 'ENABLE' বাটনে ক্লিক করুন এবং 'reservable bandwidth' শুণ্য শতাংশ(০%) করে দিন। এভাবে আপনি ইন্টার্নেটের ২০% স্পিড বাড়াতে পারেন। ( বিঃদ্রঃ যখন উইন্ডোজ আপডেট হতে থাকে তখন স্পীড কমে যায়, তাছাড়া বাকি সময় স্পীড তেমন পরিবর্তন হয় না) এ থেকে পরিত্রাণের আরেকটি উপায় আছে, control panel থেকে system and security তে ক্লিক করুন, windows update লেখাটির নিচে turn automatic update on or off -এ ক্লিক করেন, এখন আপডেট অফ করে দিন। উইন্ডোজ অটোমেটিক আপডেট নিবে না, আর আপনি পুরো স্পীড পাবেন। তৃতীয় উপায়, আমি নিজে ব্যাবহার করছি, Net limiter নামে একটা সফটওয়্যার আছে, যেইটা দিয়ে আপনি কম্পিউটারে ইন্সটলকৃত সকল সফটওয়্যার বা প্রোগ্রামের ইন্টারনেট এক্সেস কন্ট্রোল করতে পারবেন, কোন একটি সফটওয়্যার যদি আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ খরচ করতে থাকে, যার ফলে আপনার অন্য কাজে ব্যাঘাত ঘটে, আপনি চাইলে , সেই প্রোগ্রামের ইন্টারনেট এক্সেস ব্লক করে দিতে পারবেন বা স্পীড লিমিটেড করে দিতে পারবেন। যদিও এই সফটটা ট্রায়াল ইউজ করছি। তবে onhax.net এ সার্চ দিলে ক্র্যাক পাবেন।

Talk Doctor Online in Bissoy App