শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উত্তর টা পেতে সহজ হবে!!!! জেনে নিন নিশিদ্ধ সময়!!!! খোলা জায়গায়,মানুষের নজর পড়তে পারে এমন জায়গায়,রমজান মাসে দিনের বেলায়.ফরয নামাজ পরার সময়,রাগের সময়,শোক-দু:খ,ভূমিকম্প বা ঝড়-বৃষ্টির সময়,চন্দ্র বা সূর্য গ্রহনের সময়,হায়েজ নিফাস অবস্থায় সহবাস করা নিষেধ. কসম বা জেহার করলে কাফরানা না দেয়া পর্যন্ত,স্বামী-স্ত্রীর কোনো একজন শেরেকী করবার কারণে বিবাহ বিচ্ছেদের পরে তওবা  করে পূর্ণ বিবাহ না হওয়া পর্যন্ত, এক বা দু'তালাক দেয়ার পরে পুনরায় বিবাহ না পড়ান পর্যন্ত এবং তিন তালাক দেয়ার পরে স্ত্রীর সাথে সহবাস করা হারাম. ফজর,মাগরিবের নামাজের সময়.পূর্নিমা-অমাবস্সায়,চন্দ্রের ১লা,১৫ ও শেষ তারিখে,সফরে রওনাকালে ও সফর থেকে এসেই সহবাস করা,মসজিদের ভেতর,ফলবান বৃক্ষের নিচে,কাবার দিকে পা রেখে,গুহ্য দ্বার দিয়ে,হায়েজ নিফাস হতে পাক হয়ে গোসলের পূর্বে,স্বপ্নদোষের পরে গোসল না করে,দাঁড়িয়ে,উলঙ্গ হয়ে ইত্যাদি অবস্থায় এবং সহবাস সম্বন্ধে সামান্য জ্ঞান আছে এমন  ছেলে-মেয়েদের উপস্থিতিতে সহবাস করা নিষেধ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ