কষ্ট যেকোনো মানুষের মনেই লুকানো থাকে , আপনার প্রশ্নটার যথারততা কম । আপনি এখানে কষ্ট বলতে কি বুঝাতে চাইছেন , এটা কি তাৎক্ষনিক পাওয়া কোনও কষ্ট কি না তাও নির্দিষ্ট নয় । আপনি যথারতভাবে সম্পূর্ণ প্রশ্নটি করুন । আর প্রশ্ন করবার সময় এই জিনিসটা লক্ষ্য রাখবেন , প্রশ্নটা যেন মান সম্পন্ন হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনি দেখবেন, আপনার আশেপাশের সকল মানুষের মধ্যে এমন কেউ আছে যে, সবার সামনে খুব হাসি-খুশি থাকে, সবার সাথে সর্বদা মজা-দুস্টুমিতে মগ্ন থাকে । সবাইকে হাসিয়ে যে নিজে হাসে, সে সবাইকে আনন্দ দিয়ে নিজের  কষ্টগুলো ভুলে থাকে। তার মনে শত কষ্ট লুকায়িত আছে। কাউকে বুঝতে দেয় না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdSabbir24

Call

একজন মানুষের দেহ চিন্তে লাগে ৭দিন তার মনটা সারা জীবনেও চেনা জায়না । ঠিক তেমনী কষ্ট টাও ঐ রকম কোন দিন বুঝতে পারবেন না *ধন্যবাদ*

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

একজন মানুষের মনে তীব্র কষ্ট আছে সেগুলো সবার মধ্যে একরকম হয়না কেউ কষ্ট কে প্রকাশ করতে ভালবাসে আবার কেউ মনের ভেতর চাপা দিয়ে রাখে এগুলো বোঝার কয়েকটি উপায় আছে।

মুখ দেখে অনুভব করা

মুখ দেখে অনেকের কষ্ট বোঝা যায় না তারপরও দেখবেন বেশির ভাগ সময় মুখ মলিন হয়ে থাকে, এবং কম কথা বলেন। এছাড়া হাসির মাঝে দেখবেন খুব কম হাসেন, এছাড়া অনেকের মাঝে বেশি কষ্ট থাকলে খিটখিজে মেজাজ অনুভব করেন। এছাড়া একা একা থাকতে পছন্দ করেন নিজেকে আড়ালে রাখেন এছাড়া অনেকে বিরহের গান শোনেন। ইত্যাদি মনোভাব দেখে তার লুক্কায়িত কষ্ট বোঝা যেতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

দেখুন কার মনে কষ্ট আছে এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে বোঝা খুবেই মুশকিল আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে বোঝা সম্ভবপর। যেমনঃ কিছু কিছু মানুষ অনেক কষ্টে থাকলেও তার মনের ভিতরেই লুকিয়ে রাখে, আপনি থাকে দেখলে বুজতে পারবেনেই না যে, তার মনের ভিতর অনেক কষ্ট আছে।সে আপনার/আমার সাথে কথাবার্তায় কিংবা চলাফেরায় খুব হাসি খুশি ভাবে চলবে।কিন্তু সে নিরবে একা একা তার কষ্ট গুলাকে ফিল করবে।আবার কিছু কিছু মানুষ আছে তার কষ্ট গুলাকে প্রকাশ করে দেয়।যেমনঃ তার কথাবার্তায় কিংবা চলাফেরায় তার দিকে তাকালে কিছুটা হলেও বোঝা যাবে যে তার মনের ভিতর কষ্ট আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ