Call

হ্যাঁ। এতে আপনার কম্পিউটার পূর্বের তুলনায় অনেক দ্রুতগতি সম্পন্ন হয়।

Talk Doctor Online in Bissoy App
Feroza

Call

অনেকেই বলে থাকেন নিয়মিত Prefetch ডিলিট করলে পিসির গতি বৃদ্ধি পায়। Prefetch হচ্ছে উইন্ডোজের এপ্লিকেশনগুলোর cache ফাইল। যখনই আপনি কোন এপ্লিকেশন রান করেন, উইন্ডোজ সে সম্পর্কিত কিছু তথ্য Prefetch এ রেখে দেয়, যাতে পরবর্তীতে সেই এপ্লিকেশন রান করতে কিছুটা কম সময় লাগে। Prefetch ডিলিট করে দেয়ার ফলে উইন্ডোজকে বার বার একই Prefetch নতুন করে তৈরি করতে হয় ফলে এতে পিসি ধীর গতির হয়ে পড়ে। তাই Prefetch ডিলিট করবেন না।

Talk Doctor Online in Bissoy App