মোবাইলের ব্যাটারী ফুলে যায় কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
MHRRidoy

Call

মোবাইলের ব্যাটারী সব এক নয়,যেগুলো উন্নত ব্যাটারী সেগুলো কম নষ্ট বা ফুলে যায় | মানুষ যেমন কোনো কাজ একঘেয়ে করতে পারে না তেমনি সব যন্ত্রেরই বিশ্রাম দরকার | মোবাইল ফোন বেশি সময় ধরে ব্যবহার করলে মোবাইলের উপর যেমন চাপ পরে তেমনি ব্যাটারীর উপরও অনেকাংশে চাপ পড়ে | এ কারণে ব্যাটারী অনেক সময় গরম হয়ে যায় | অনেক সময় চার্জের ক্ষমতাও কমে যায় | কোনো কোনো ব্যটারী না ফুলেই নষ্ট হয়ে যায় | আবার অনেকের ধারণা যে চার্জ ভর্তি হয়ে গেলেও চার্জ দিলে সেই চার্জটুকু অনেক্ষন থাকে | কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভূল যতটুকু চার্জ প্রয়োজন ততোটুকুই দিতে হবে | বেশি চার্জ দিলে ব্যাটারীর ক্ষতি হয়ে থাকে | আবার বিভিন্ন সব এপস,সফ্টওয়ার বা গেম খেলার সময় কখনো মোবাইলে চার্জ সংযুক্ত রাখা যাবে না | এতে ব্যাটারীর ক্ষতি হয় | এমনকি ইন্টারনেট চালার সময় বিশেষ করে ফেসবুক চালার সময় চার্জিং বিচ্ছিন্ন করতে হবে | চার্জিং অবস্থায় গান বাজাও যাবে না | এই উপরের কথা গুলো মেনে চললে ব্যাটারীর কোনো সমস্যা হবেনা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ