শেয়ার করুন বন্ধুর সাথে
Call
রিলেশনাল অপারেটরগুলোও আমাদের কাছে পরিচিত। >, <, >=(greater than or equal), <=(less than or equal) এই অপারেটরগুলো সবার কাছেই পরিচিত। কিন্তু এখানে নতুন দুটি অপারেটর আছে !=(not equal), ==(equal)। এই অপারেটরগুলো সাধারণ গণিতে দেখা যায় না। যদি প্রোগ্রামে এমন একটি এক্সপ্রেশন থাকে a!=b তাহলে তা বোঝাবে ‘a যদি b-এর সমান না হয়’। আর যদি ==(equal) থাকে যেমন a==b এই একপ্রেশনের মানে হলো ‘যদি a এবং b সমান হয়’। এখানে খেয়াল রাখতে হবে ‘=’ এবং ‘==’ এই দুটি অপারেটর কিন্তু আলাদা কাজ করে। যদি a=3 লেখা হয় তাহলে a ভেরিয়েবলের মান হিসেবে ৩ নির্ধারণ করবে। আর যদি a==3 লেখা হয় তাহলে a ভেরিয়েবলের মান ৩ কি না তা চেক করবে। তাই ‘=’ কে অ্যাসাইন অপারেটর এবং ‘==’ কে রিলেশনাল অপারেটর বলা হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ