Call

মোটর যানের ইঞ্জিনে বায়ু এবং পেট্রোল বা ডিজেল বা অকটেনের মিশ্রণকে প্রজ্জ্বলিত করে প্রচন্ড তাপ ও চাপের সৃষ্টি করে। এর ফলে মটরগাড়ী চলিত হয়ে থাকে। অব্যবহৃত গ্যাস বহির্মুখ ভালবের দ্বারা বের হয়ে থাকে। অব্যবহৃত গ্যাসের মধ্যে থাকে কার্বন ড্রাই-অক্সাইড, কার্বন মনো অক্সাইড প্রভৃতি। এ গ্যাসগুলো বায়ুকে দূষিত কওে থাকে। এ গ্যাস জীব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ